1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

১৬ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩ কোটি টাকার বেশি টোল আদায়

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৬ জুন, ২০২৫

গত ১৬ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৫০ টাকা টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার (৬ জুন) বিকেল ৪টা পর্যন্ত এই টোল সংগ্রহ হয়। এ সময়ে সেতু পার হয়েছে ২৮ হাজার ৫২১টি যানবাহন। যার মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৯ হাজার ২৪৯টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ৯ হাজার ২৭২টি গাড়ি।

শুক্রবার (৬ জুন) এটি নিশ্চিত করেন পদ্মা সেতুর সাইড অফিসার আবু সাঈদ।

এর আগে গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এক দিনে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছিল এবং আদায় হয়েছিল ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা, যা পদ্মা সেতুর ইতিহাসে রেকর্ড টোল আদায়।

এর আগের সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ২০২৩ সালের ঈদুল ফিতরের আগে, তখন একদিনে আদায় হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। এছাড়া ২০২৪ সালের ১৪ জুন আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা, ২০২৩ সালের ২৭ জুন ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা এবং ২০২৪ সালের ১৫ জুন ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৩০০ টাকা। উল্লেখযোগ্য যে, এসব সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ডই হয়েছে ঈদ উপলক্ষে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন হওয়া ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলা এবং জাতীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT