1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
নতুন সংবাদ
আলোচনা চলমান থাকলেও আইএমএফের ঋণ বাংলাদেশের জন্য জরুরি নয়: গভর্নর মনসুর টিসিবি’র সম্মাননা স্মারক পেল রূপালী ব্যাংক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৪র্থ অর্থনীতি গবেষণা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত শুল্কনীতিতে ট্রাম্পের মনোভাব পরিবর্তনে আবারো চাঙ্গা মার্কিন শেয়ারবাজার আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ পুঁজিবাজারের সাপ্তাহিক হালচাল প্রতারক চক্র থেকে প্রাথমিক শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট শনিবার বন্ধ মার্কিন পণ্যে চীনের শুল্কছাড়ের খবরে কমলো সোনার দাম এখন বিদেশে গিয়ে বাংলাদেশি সিম ব্যবহারের রোমিং চার্জ করা যাবে টাকায়

অলিম্পিক ক্রিকেটে থাকছে ৬ দল, বাংলাদেশ কি খেলতে পারবে?

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

অলিম্পিক গেমসকে বলা হয় ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’। বিশ্বের প্রায় সকল ক্রীড়া ইভেন্ট আর বিশ্বসেরা তারকাদের এক মিলনমেলা এই অলিম্পিক। প্রতি চার বছর পরপর বসে অলিম্পিকের আসর, যেখানে অংশগ্রহণ করতে মুখিয়ে থাকেন ক্রীড়াবিদরা। তবে বৈশ্বিক এই আসরে অনেকদিন ধরেই ছিল না ক্রিকেট ইভেন্ট।

অবশেষে দীর্ঘ ১২৮ বছর পর আরও একবার অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে থাকছে ব্যাটে-বলের লড়াই। সেই ইভেন্টে ক’টি দেশ অংশ নেবে সেটিও নিশ্চিত হয়ে গেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, সোনার পদকের জন্য পুরুষ ও মহিলা বিভাগে লড়বে ৬টি করে দেশ।

অলিম্পিকে ক্রিকেট শেষবার দেখা গিয়েছিল ১৯০০ সালে। সেবার গ্রেট ব্রিটেন স্বর্ণ ও ফ্রেঞ্চ এথলেটিক ক্লাব ইউনিয়ন রৌপ্য জয় করেছিল। এরপর থেকে আর ক্রিকেট খেলা হয়নি বৈশ্বিক এই প্রতিযোগিতায়। ১৯৮৬ সালে অ্যাথেন্স অলিম্পিকে ক্রিকেট রাখা হলেও পর্যাপ্ত সংখ্যক দল অংশ না নেওয়ায় শেষপর্যন্ত মাঠে গড়ায়নি কোনো বল।

এরপর থেকে নিয়মিত চেষ্টা করা হয়েছে ক্রিকেটকে অলিম্পিকে ফিরিয়ে আনার জন্য। ২০২৪ অলিম্পিক আসরে ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য আইসিসি চেষ্টা করলেও তা আর হয়নি। এবার তা আলোর মুখ দেখেছে। ২০২৮ অলিম্পিকে ছটি দল খেলবে টি-টোয়েন্টি ফরম্যাটে। পুরুষ এবং নারী, দুই বিভাগের ক্ষেত্রেই সংখ্যাটি একই থাকছে। প্রতিটি দলে থাকতে পারেন সর্বোচ্চ ১৫ জন সদস্য।

তবে যোগ্যতা অর্জন কীভাবে হবে তা এখনও জানা যায়নি। আইসিসির অধীনে ১২টি পূর্ণ সদস্য দেশ রয়েছে। এ ছাড়া ৯০টিরও বেশি দেশ সহযোগী সদস্য হিসেবে রয়েছে, যারা মূলত টি-টোয়েন্টিতে খেলে। আয়োজক হিসেবে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারে আমেরিকা। বাকি দেশগুলোকে যোগ্যতা অর্জন করতে হবে।

তবে এক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, টি-টোয়েন্টির দলগত র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারণ হতে পারে কারা খেলবে। বর্তমান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সেরা ছয়ে আছে যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া সাতে আছে পাকিস্তান। আর র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে আছে বাংলাদেশ।

ফলে বাংলাদেশের ক্রিকেটারদের অলিম্পিকে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এর মধ্যে ক্রম তালিকায় পরিবর্তনও হতে পারে। তখন নাজমুল হোসেন শান্তদের সে সুযোগ তৈরি হতে পারে। আপাতত টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ে উন্নতিই নজর রাখতে হবে লাল-সবুজের জার্সিধারীদের।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT