1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

আবাসন মেলা শুরু, চলবে ৫ দিন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার দেখা হয়েছে

রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে আবাসন মেলা। আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন এটি; রিহ্যাব ফেয়ার-২০২৪। মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে বিআইসিসিতে পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. ছিদ্দিকুর রহমান সরকার।

মেলা কর্তৃপক্ষ জানায়, এবার ২২০টি স্টল থাকছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও বিল্ডিং ম্যাটারিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব।

প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থী মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দুই ধরনের টিকিট থাকছে।

একটি সিঙ্গেল এন্ট্রি, অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকিটের মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় পাঁচবার প্রবেশ করতে পারবেন।

এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুস্থদের জন্য ব্যয় করা হবে। মেলায় প্রতিদিন থাকছে র‌্যাফল ড্র। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজউক চেয়ারম্যান বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে ড্যাপ এবং বিধিমালা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকাকে সুন্দরভাবে বসবাসযোগ্য করার জন্য ইতোমধ্যে রাজউক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে অকুপেন্সি সনদ সহজ করা হবে, যেন সব ভবন মালিক এই সনদ গ্রহণ করেন। ঢাকাসহ সারা দেশের নাগরিকদের আবাসনের স্বপ্ন পূরণে রিহ্যাবের অবদান অনেক।’

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল হাবিব উল্লাহ। তিনি এত বড় মেলা আয়োজন করার জন্য রিহ্যাবের প্রশংসা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, ‘রিহ্যাব সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে এই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে মানুষের ভালো জায়গায় সুন্দর একটি ফ্ল্যাট নিয়ে থাকার আগ্রহ বাড়ছে। আমরা নাগরিকদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি।’

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া আবাসন খাতের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন। তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে একজন নাগরিকের পক্ষে হাউজিং লোন ছাড়া ফ্ল্যাট বা প্লট ক্রয় করা প্রায় অসম্ভব। ক্রেতারা যাতে খুব সহজে এই ঋণ পেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আহ্বান করছি। কারণ পরিকল্পিত ও আধুনিক বাসস্থান তৈরিতে গৃহঋণের অবদান অনস্বীকার্য।’

রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট-২ ও মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস বলেন, ‘জিডিপিতে ১৫ শতাংশ অবদান রাখা আবাসন শিল্প আজ হুমকির মুখে। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিহ্যাবের পরিচালক ও মেলা কমিটির কো চেয়ারম্যান মিরাজ মোক্তাদির। অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (৩) ইঞ্জি. আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেনসহ রিহ্যাব পরিচালক এবং অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT