রাজধানীতে বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। শনিবার (২৯ মার্চ) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।
আজ শনিবার (২৯ মার্চ) মেট্রোরেলের স্টেশনগুলোতে গত কয়েক দিনের মতো উপচে পড়া পরিস্থিতি ছিল না। ট্রেনের প্রায় প্রতিটি কোচেই যাত্রী ভরা ও কিছু সিট খালি ছিল। কাউন্টারগুলোতেও তেমন ভিড় ছিল না।