কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবে যোগ দিয়েছেন কিমিয়া সাদাত। তিনি বর্তমানে ব্যাংকটির এএমডি পদে কর্মরত রয়েছেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে তিনি পূর্ণাঙ্গ এমডি হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন। এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
এর আগে কিমিয়া সাদাত মেঘনা ব্যাংকে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি করপোরেট ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশনস, স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, ফরেন রেমিট্যান্স অ্যান্ড এফআই রিলেশনশিপ, ব্র্যান্ড অ্যান্ড পাবলিক রিলেশনশিপসহ বিভিন্ন বিভাগে নেতৃত্ব দিয়েছেন।
দেশী ও বহুজাতিক ব্যাংকিংয়ে কিমিয়া সাদাতের রয়েছে দীর্ঘ ২২ বছরের বেশি অভিজ্ঞতা। তিনি মেঘনা ব্যাংক ছাড়াও ইস্টার্ন ব্যাংক, দ্য সিটি ব্যাংক ও এইচএসবিসি বাংলাদেশে কাজ করেছেন।
কিমিয়া সাদাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এমবিএ সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল কনসালট্যান্ট (আইএফসি, কানাডা) থেকে সার্টিফায়েড ফাইন্যান্সিয়াল কনসালট্যান্ট (সিএফসি) সনদপ্রাপ্ত।
বিটি/ আরকে