ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুককে দুই বছরের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিষিদ্ধ করা হয়েছে। শেষ মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্য আইপিএল থেকে সরে দাঁড়ানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
২৬ বছর বয়সী ব্রুককে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া আইপিএল মৌসুমের জন্য দিল্লি ক্যাপিটালস দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি ইংল্যান্ডের হোয়াইট-বল দলের অধিনায়ক জস বাটলারের উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছেন।
এর আগেও, গত মৌসুমে তার দাদির মৃত্যু হওয়ায় দিল্লির সঙ্গে চুক্তি বাতিল করেছিলেন ব্রুক।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক অজ্ঞাতনামা কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে জানিয়েছেন, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ব্রুকের নিষেধাজ্ঞা সম্পর্কে জানানো হয়েছে।
ওই কর্মকর্তা জানান, “গত বছর আইপিএল নিলামে নাম নিবন্ধনের আগে প্রতিটি খেলোয়াড়কে এই নীতি সম্পর্কে অবহিত করা হয়েছিল।”
আইপিএলের লাভজনক টি-টোয়েন্টি লিগ থেকে বিদেশি খেলোয়াড়দের শেষ মুহূর্তে সরে দাঁড়ানো রোধ করতেই এই নিয়ম করা হয়েছে। তবে ইনজুরির ক্ষেত্রে কিছু ব্যতিক্রম করা হয়।
এই সপ্তাহে ব্রুক সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি ক্যাপিটালস ও তাদের সমর্থকদের কাছে “অন্যতমভাবে ক্ষমা চেয়েছেন” এবং আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে লিগ থেকে সরে যাওয়ার কথা বলেছেন।
ব্রুক এর আগে ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এক মৌসুম খেলেছেন, যেখানে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৫ বলে শতক হাঁকিয়েছিলেন।
২০২৫ সালের আইপিএল ২২ মার্চ শুরু হবে, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে।
বিটি/ আরকে