1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি নতুন নির্দেশনায় আরও কঠিন হচ্ছে মার্কিন ভিসা নেতানিয়াহুসহ ইসরায়েলের শীর্ষ তিন ডজন কর্মকর্তার বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ ক্রিকেটার জাহানারা আলমের গুরুতর অভিযোগের পরে ব্যবস্থা নিচ্ছে বিসিবি সাভারের চামড়া শিল্পনগরী বিসিক হতে যাচ্ছে বেপজার অধীনে জাপান শ্রমবাজারের চাহিদা মেটাতে ‘জাপান সেল’ গঠন, টিটিসি বৃদ্ধি করবে বাংলাদেশ সেনাপ্রধানকে ঘিরে মিথ্যা প্রচারণা, সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর এক্সিম ব্যাংকের সাবেক এমডি গ্রেপ্তার, আত্মসাতের অভিযোগে কারাগারে মাছের নিরাপদ প্রজনন ও ডলফিন সংরক্ষণে হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা

টাইগারদের লঙ্কা জয়

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১১ রানে ৪ উইকেট তুলে নেন শেখ মেহেদী। ব্যাট হাতে নেমে বাকি কাজটা সেরেছেন তানজিদ হাসান তামিম আর লিটন কুমার দাস।

ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ৪৭ বলে ৭৩ রানের ইনিংসে অপরাজিত থাকেন তানজিদ। সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার দেয়া ১৩৩ রানের লক্ষ্যে ৮ উইকেট আর ২২ বল হাতে রেখেই পৌঁছে গেছে বাংলাদেশ দল।

সীমিত ওভারের তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হারলেও পরের দুই ম্যাচে বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে এই সংস্করণে বাংলাদেশের প্রথম সিরিজ জয় এটি। কলম্বোর প্রেমাদাসায় স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩২ রানের পুঁজি গড়ে স্বাগতিকরা।

প্রথম ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে (৬) তুলে নেন শরিফুল ইসলাম। পরের ওভারের পঞ্চম বলে কুশল পেরেরাকে রানের খাতা না খুলতে দিয়েই সাজঘরের পথ দেখান এই ম্যাচ দিয়েই একাদশে ফেরা শেখ মেহেদী। স্কোরকার্ডে পঞ্চাশ রান যোগ করার আগেই চার উইকেট হারিয়ে বিপাকে পরে যায় লঙ্কানরা।

দীনেশ চান্ডিমাল (৪) ও অধিনায়ক চারিথ আসালাঙ্কাকেও (৩) তুলে নেন ৩০ বছর বয়সী মেহেদী। আরেক উইকেট আগলে রেখে রান যোগ করতে থাকা ওপেনার পাথুম নিশাঙ্কাকে নিজেরই ক্যাচ বানিয়ে চতুর্থ উইকেট পূরণ করেন এই টাইগার অফ স্পিনার।

চার ওভারে স্রেফ ১১ রানের খরচে এটিই মেহেদীর টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা বোলিং। স্বাগতিকদের হয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলে আউট হন নিশাঙ্কা। পাল্টা আক্রমণের চেষ্টা চালান কামিন্দু মেন্ডিস। তবে ১৫ বলে ২১ রানের ইনিংস খেলে তিনি ফিরে যান শামীম পাটোয়ারীর বলে। সপ্তম উইকেট হিসেবে জেফরি ভ্যান্ডারসেকে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। পূর্ণ ওভারে এই টাইগার পেসার খরচ করেন স্রেফ ১৭ রান। অপরাজিত ব্যাটার হিসেবে ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেন দাসুন শানাকা।

ব্যাটিংয়ে নেমে ইনিংসে প্রথম বলেই পারভেজ হোসেন ইমন আউট হলে চাপে পড়ে যায় সফরকারীরা। তবে পরের উইকেটে ৭৪ রানের জুটিতে সে চাপ উড়িয়ে দেন তানজিদ ও টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ২৬ বলে ৩২ রানের ইনিংস খেলে এই উইকেটকিপার-ব্যাটার আউট হলে তাওহীদ হৃদয়কে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন তানজিদ। ৬ ছক্কা আর ১ চারে ৭৩ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটার। ২৫ বলে ২৭ রান করে জয়ে অবদান রাখেন হৃদয়ও।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচসেরা শেখ মেহেদী। আর পুরো সিরিজে ১১৪ রান করা লিটন সিরিজসেরা। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেন, এটি বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এর আগে এখানে সিরিজ জিতিনি। এই জয় বাংলাদেশকে অনুপ্রাণিত করবে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT