‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ৮ মার্চ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স বিভাগের পরিচালক অনুভব রহমানের সঞ্চালনায়, পরিবর্তনের চালিকাশক্তি এবং অগ্রগতিতে অনুপ্রেরণা যোগানো নারীদের শক্তি, স্থিতিস্থাপকতা এবং সাফল্য নিয়ে প্যানেল আলোচনায় বিশিষ্ট নারী নেত্রীরা তাদের অনুপ্রেরণামূলক জীবনযাত্রার কথা তুলে ধরেন।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান শামীম আরা খানম, ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জারিন করিম, হারনেট টিভির সিইও আলিশা প্রধা, জনপ্রিয় মেকআপ শিল্পী রাজিয়া সুলতানা এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন এবং ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অনুষদ সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিটি/ আরকে