ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মঙ্গলবার রিয়াদে সৌদি আরব-মার্কিন যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরাম ২০২৫-এ বলেছেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা নারী বিশ্বকাপ থেকে ১ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য নির্ধারণ করেছে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০২৩ সালের নারী বিশ্বকাপ ৫৭ কোটি ডলারের বেশি আয় করে লাভের মুখ দেখেছে।
ইনফান্তিনো বলেন: নারী ফুটবল এবং ফুটবলে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…। এটি দ্রুত এবং অবিশ্বাস্যভাবে বাড়ছে, এবং আমরা এটিকে নারী বিশ্বকাপের মাধ্যমেই ১ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য নির্ধারণ করেছি, যা নারী ফুটবলের উন্নয়নে পুনরায় বিনিয়োগ করা হবে।
২০২৭ সালের পরবর্তী নারী বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হবে, যা দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত প্রথম আসর হবে। ২০৩১ সালের আসরের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে, যেখানে ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
ইনফান্তিনো আরও বলেন, ইউরোপের বাইরে ফুটবলের আরও বেশি রাজস্ব আয়ের বিশাল সম্ভাবনা রয়েছে।
তিনি আরও একটু যোগ করে বলেন: যদি বিশ্বের বাকি অংশ, বিশেষ করে সৌদি আরব বা আমেরিকা, ফুটবলে ইউরোপের কার্যকলাপের মাত্র ২০ শতাংশও করে, তাহলে আমরা (আমাদের খেলাধুলার মাধ্যমে) অর্ধ ট্রিলিয়ন ডলার বা তার বেশি জিডিপি প্রভাব ফেলতে পারি।
বিটি/ আরকে