back to top
18 C
Dhaka
শনিবার, ডিসেম্বর 7, 2024

বিশ্ববাজারে ৩ শতাংশের বেশি কমেছে জ্বালানি তেলের দাম

Must read

বিশ্ববাজারে চলতি সপ্তাহে ৩ শতাংশের বেশি কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের কারণে সরবরাহ ঝুঁকি হ্রাস পণ্যটির বাজারদর কমার পেছনে ভূমিকা রেখেছে।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সাপ্তাহিক লেনদেনের শেষ দিনে পণ্যটির দাম ৫৫ সেন্ট বা দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭২ ডলার ৭৩ সেন্টে। অন্যদিকে গতকাল মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বুধবারের তুলনায় ২০ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমেছে। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৬৯ ডলার ৫২ সেন্টে।

সপ্তাহজুড়ে ফিউচার মার্কেটে ব্রেন্টের দাম ৩ দশমিক ৩ ও ডব্লিউটিআইয়ের দাম ৩ দশমিক ৮ শতাংশ কমেছে।

ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ পরস্পরের বিরুদ্ধে বৃহস্পতিবার তাদের একদিন আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। এ চুক্তি কার্যকর হওয়ার পর সরবরাহ বিঘ্নের আশঙ্কা কমেছিল। যদিও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এখন পর্যন্ত সরবরাহে প্রভাব ফেলেনি।

এদিকে গবেষণা সংস্থা বিএমআই (ফিচ সলিউশনসের একটি ইউনিট) গত সপ্তাহে ২০২৫ সালের জন্য ব্রেন্টের দামের পূর্বাভাস সংশোধন করেছে। আগামী বছর পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৭৬ ডলার হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি, আগের পূর্বাভাসে যা ছিল ৭৮ ডলার।

পূর্বাভাস সংশোধন করার কারণ হিসেবে বিএমআই জানায়, চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা ও দামের ওপর নিম্নমুখী চাপ জ্বালানি তেলের দাম কমার পেছনে ভূমিকা রাখতে পারে।

এদিকে বৃহস্পতিবার রাশিয়া চলতি মাসে দ্বিতীয়বারের মতো ইউক্রেনের জ্বালানি স্থাপনায় আঘাত হানে। এএনজেড বিশ্লেষকদের মতে, এ হামলা পাল্টা আঘাতের ঝুঁকি বাড়িয়েছে, যা রাশিয়ার জ্বালানি তেল সরবরাহকে প্রভাবিত করতে পারে।

মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশগুলো যদি ইরানের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে নিষেধাজ্ঞা কঠোর করে, তাহলে দেশটির সরবরাহ আগামী বছরের প্রথমার্ধে দৈনিক গড়ে ১০ লাখ ব্যারেল পর্যন্ত কমতে পারে।

ওদিকে মার্কিন বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থা জেপি মরগানও জ্বালানি তেলের দাম কমার পূর্বাভাস দিয়েছে। আগামী বছরের শেষের দিকে ব্রেন্টের গড় মূল্য ব্যারেলপ্রতি ৭৩ ডলার হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের শেষে তা বেচাকেনা হতে পারে ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে।

জেপি মরগান আরো জানায়, আগামী বছর জ্বালানি তেলের মার্কিন বাজার আদর্শ ডব্লিউটিআইয়ের দাম কমে নেমে যেতে পারে ব্যারেলপ্রতি ৬৪ ডলারে।

ব্যাংকটির নোট অনুযায়ী, আগামী বছর বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেলের বৃদ্ধির হার হতে পারে দৈনিক গড়ে ১১ লাখ ব্যারেল, চলতি বছর যা ছিল ১৩ লাখ ব্যারেল। আগামী বছর চীনে পণ্যটির চাহিদা সবচেয়ে বেশি বাড়তে পারে। ২০২৬ সালে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধিতে নেতৃত্ব দিতে পারে ভারত।

বিটি/ আরকে

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article