রোহিঙ্গা শরণার্থীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়।
এ সভায় কক্সবাজার জেলার সকল ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাই করে কোনো রোহিঙ্গা নাগরিক ওই তালিকায় অন্তর্ভুক্ত থাকলে তাদের নাম বাদ দেওয়ার বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।
বৈঠকে চারজন নির্বাচন কমিশনার ছাড়াও ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন। এটি বর্তমান নির্বাচন কমিশনের চতুর্থ কমিশন সভা।
এর আগে, ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য এক সভার আলোচ্যসূচিতেও উল্লেখ ছিল যে, কক্সবাজার জেলার ভোটার তালিকা যাচাই করে রোহিঙ্গা শরণার্থীদের শনাক্ত করে তাদের নাম বাদ দেওয়ার কার্যক্রম চূড়ান্ত করা হবে।
বিটি/ আরকে
Tags: রোহিঙ্গা