দেশে অনেক দিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি চলছে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে অন্তর্বর্তী সরকার ভ্যাট বাড়ানোসহ বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এসব নীতির সুফল পেতে অন্তত ১০ থেকে ১২ মাস সময় লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
তিনি বলেন, অনেকেই বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কোনো নীতিই কাজ করছে না। কিন্তু বাস্তবে তা কাজ করছে। যেকোনো নীতির সুফল পেতে ১০ থেকে ১২ মাস সময় লাগে। উন্নত দেশগুলোতেও এরকম হয়। আশা করি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেয়া নীতির সুফল আগামী জুনের মধ্যে পাওয়া যাবে।
বুধবার (২৯ জানুয়ারি) প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আহসান এইচ মনসুর এসব কথা বলেন। ‘ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা; পরিপ্রেক্ষিত ভ্যাট বৃদ্ধি’ শিরোনামে এ আলোচনাসভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় গভর্নর বলেন, আমদানি ছাড়া কোনো ক্ষেত্রেই ভ্যাট ১০ শতাংশের বেশি হওয়া উচিৎ নয়। বর্তমানে অনেক ক্ষেত্রেই ১৫ শতাংশ পর্যন্ত ভ্যাট দিতে হচ্ছে। এটা অনেকের জন্যই কঠিন।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আমাদের লক্ষ্য উৎসে কর কর্তন যৌক্তিক করা। আগামী বাজেটে এর প্রতিফলন দেখা যাবে। তিনি বলেন, শাসনব্যবস্থাই আমাদেরকে শেষ করে দিয়েছে। সার্বিক দিক থেকে আমরা দুষ্টচক্রে আটকে গেছি। এ জায়গা থেকে বেরোতে আমাদেরকে সবাইকে একত্রে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। আরো বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল এ চৌধুরী, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী প্রমুখ।
বিটি/ আরকে