ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির (স্কয়ার ফার্মা) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন রত্না পাত্র। তিনি কোম্পানিটির একজন পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, রত্না পাত্র কোম্পানিটির ১৫ লাখ শেয়ার কিনবেন। ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেট থেকে বর্তমান বাজারদরে উল্লিখিত পরিমান শেয়ার ক্রয় সম্পন্ন করবেন তিনি। শেয়ারবাজারে গতকাল স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দর ছিল ২১৮ টাকা ৯০ পয়সা। সে হিসাবে ১৫ লাখ শেয়ারের বাজারদর দাঁড়ায় ৩২ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা। তবে শেয়ারের দর কমলে বা বাড়লে এ বাজারদরও কম-বেশি হবে।
বিটি/ আরকে