মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (Malaysia Healthcare Travel Council – MHTC) এর আমন্ত্রণে সম্প্রতি কুয়ালালামপুরে প্রতিষ্ঠানটির অফিস পরিদর্শন করেন বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেডিএইডার এর প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীম।
এ সময় MHTC-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজার মিস সুজি ইদ্রিস ও সহকারী ম্যানেজার মিস শিলা। দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় আগামী এক বছরের জন্য পারস্পরিক সহযোগিতায় কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে MHTC।
আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও সমৃদ্ধ করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেয়। ভবিষ্যতে দুই দেশের স্বাস্থ্য খাতের মধ্যে সেতুবন্ধন রচনা ও চিকিৎসা পর্যটনের সুযোগ বাড়ানোর বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখার জন্য MHTC কর্মকর্তারা মেডিএইডারের উদ্যোগের প্রশংসা করেন। এর জবাবে মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীম ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “বাংলাদেশি রোগীদের মানসম্মত চিকিৎসা ও আন্তর্জাতিক সেবা পৌঁছে দিতে মেডিএইডার নিরলসভাবে কাজ করছে। এই সহযোগিতা সেই প্রয়াসকে আরও শক্তিশালী করবে।”
চুক্তি অনুযায়ী, এখন থেকে মালয়েশিয়ার বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে মেডিএইডারের গ্রাহকেরা চেকআপে বিশেষ ছাড় (ডিসকাউন্ট) পাবেন। এছাড়া ইনপেশেন্ট রোগীরা বিমান টিকিটে ১০ শতাংশ ছাড়ের সুবিধাও উপভোগ করতে পারবেন।
এই নতুন অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া স্বাস্থ্যসেবা সহযোগিতা এক নতুন অধ্যায়ে প্রবেশ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Tags: মেডিএইডার, মেডিকেল ট্যুরিজম