দীর্ঘ নয় মাসের অপেক্ষার অবসান! পর্যটকদের জন্য আজ শুক্রবার (১ নভেম্বর) থেকে আবারও উন্মুক্ত হলো দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। তবে, প্রথম দিনেই খানিকটা মন খারাপের খবর—কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে দ্বীপের উদ্দেশ্যে কোনো পর্যটকবাহী জাহাজ ছাড়েনি।
সরকার ঘোষিত নভেম্বরে রাত্রিকালীন থাকার উপর নিষেধাজ্ঞা এবং ‘দিনে গিয়ে দিনে ফিরে আসা’ ব্যবস্থার কারণে পর্যটকদের মধ্যে আগ্রহ কম। এই পরিস্থিতিতে জাহাজ মালিকরা লোকসানের আশঙ্কায় আপাতত জাহাজ চলাচলে উৎসাহ দেখাচ্ছেন না।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘দিনে গিয়ে দিনে ফিরে আসা ব্যবস্থা পর্যটকদের জন্য কষ্টকর, তাই সিদ্ধান্ত পরিবর্তন না হলে জাহাজ চলাচল বন্ধ থাকবে।’
দ্বীপের পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ১২টি বিশেষ নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। জেলা প্রশাসক আব্দুল মান্নানের মতে, এই সিদ্ধান্ত পরিবেশ সুরক্ষার স্বার্থেই নেওয়া হয়েছে।
যদিও প্রথম দিনে জাহাজ চলেনি, তবুও ভ্রমণপ্রেমীদের মধ্যে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ ফিরে আসায় নতুন করে আশার সঞ্চার হয়েছে। শীঘ্রই জাহাজ চলাচল শুরু হবে, এমনটাই প্রত্যাশা সবার।
বিটি/ আরকে
Tags: saintmartains, ship, জাহাজ, সেন্ট মার্টিন