বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে নেতৃত্ব, শিক্ষকদের দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত বারোনেস রোজি উইন্টারটনের উদ্যোগে সম্প্রতি যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে এই চুক্তি স্বাক্ষর হয়। এতে ইউজিসির পক্ষ থেকে হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্যের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভান্স হায়ার এডুকেশন হিট প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা, একাডেমিক নেতৃত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে সহায়তা করবে। এই উদ্যোগ উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সংযুক্ত করা এবং টেকসই পেশাগত উন্নয়নের কাঠামো গঠনে সহায়ক হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান ও প্রফেসর ড. মাসুমা হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান, বুয়েট উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামান এবং ব্রিটিশ কাউন্সিলের শিক্ষা প্রধান তৌফিক হাসান।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, “ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের উচ্চশিক্ষা সংস্কারের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ। নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক মানোন্নয়নে এই সহযোগিতা উচ্চশিক্ষাকে বৈশ্বিক পরিসরে সংযুক্ত করবে।”
Tags: financial aid, grants for college students, scholarship opportunities, scholarships for college, student loans, students apply for scholarships, ইউজিসি, ব্রিটিশ কাউন্সিল