কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির সহযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স ‘আন্ডারস্ট্যান্ডিং আওয়ার ইকোনমিক ওয়ার্ল্ড: বিজনেস, সোসাইটি অ্যান্ড ইওর লাইফ অ্যাট ইয়র্ক ইউনিভার্সিটি’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছে। এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এনএসইউ ক্যাম্পাসে আয়োজিত এ সভার মূল লক্ষ্য ছিল বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি ও আন্তঃশাস্ত্রীয় গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার অভিজ্ঞতা সমৃদ্ধ করা।
ইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড প্রফেশনাল স্টাডিজের অধ্যাপক ও ডিন ড. জন জাস্টিন ম্যাকমার্ট্রি সভায় মূল বক্তা ছিলেন। তিনি ব্যবসা, সমাজ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতার মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন ও ইয়র্ক ইউনিভার্সিটির গবেষণা কার্যক্রম কীভাবে বাস্তব জ্ঞান ও বাস্তব জীবনের মধ্যে সেতুবন্ধন তৈরি করছে, সে সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন।
ব্যবসা, সমাজ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতার মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে তিনি বলেন, যদি তুমি এমন কিছু করতে পারো যা অন্যরা পারে না, তবে তুমি এর থেকে সর্বোচ্চ লাভ পাবে। তিনি ইয়র্ক ইউনিভার্সিটির গবেষণা কার্যক্রম কিভাবে বাস্তব জীবনের সমস্যার সমাধানে কাজে লাগানো হচ্ছে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
আলোচনার আগে ড. জন জাস্টিন ম্যাকমার্ট্রি ও ইয়র্ক ইউনিভার্সিটির আঞ্চলিক নিয়োগ ব্যবস্থাপক (দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া) সুচিতা এফ হুসাইন এনএসইউর ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, ডিন এবং গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন। বৈঠকে এনএসইউ ও ইয়র্ক ইউনিভার্সিটির মধ্যে সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
বিটি/ আরকে