পবিত্র রমজান মাস ও ঈদ উদযাপনকে কেন্দ্র করে ক্রিয়েটিভ হাউস আয়োজন করেছে ‘চট্টগ্রাম রমজান মজলিশ’। গতকাল বুধবার গ্যালেরিয়া-ইউর সেকেন্ড হোমের অ্যাম্বিয়েন্স হলে জনপ্রিয় রেস্টুরেন্ট, ফ্যাশন হাউস, জুয়েলারি ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর অংশগ্রহণে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তিন দিনব্যাপী এ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ ও চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান, সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, বারকোড গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুরুল হক ও ক্রিয়েটিভ হাউস ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা তানিজিলা কাশিফ।
রমজান মজলিশ আজ ও কাল বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এখানে ৩০টিরও বেশি স্টলে ইফতার ও সেহরির বিশেষ আয়োজন, ট্রেন্ডি ফ্যাশন আইটেম, জুয়েলারি এবং অন্যান্য লাইফস্টাইল পণ্য পাওয়া যাচ্ছে। এক ছাদের নিচে উৎসবমুখর পরিবেশে রমজানের আমেজ উপভোগের সুযোগ পাচ্ছেন অতিথিরা।
অ্যাম্বিয়েন্স হলে ফুড স্টলগুলোর পাশাপাশি রয়েছে গ্র্যান্ড ডাইনিং হল, যেখানে পারিবারিক পরিবেশে ইফতার ও সেহরির ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ হাউস জানিয়েছে, উদ্যোক্তা ও ভোক্তা কমিউনিটির মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ইতোমধ্যেই রমজান মজলিশ ব্যাপক সাড়া ফেলেছে এবং অংশগ্রহণকারী ব্র্যান্ড ও দর্শনার্থীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।
বিটি/ আরকে