জনপ্রিয় ভিডিও কলিং পরিষেবা স্কাইপ বন্ধ করতে যাচ্ছে মাইক্রোসফট। ২০১১ সালে ৮.৫ বিলিয়ন বা ৮৫০ কোটি ডলারে প্লাটফর্মটি কিনে নেয় সফটওয়্যার কোম্পানিটি। আগামী মে মাসে স্কাইপ বন্ধ করা হবে এবং কিছু পরিষেবা মাইক্রোসফট টিমসে যুক্ত হবে। খবর এপি।
মাইক্রোসফট শুক্রবার জানিয়েছে, স্কাইপ ব্যবহারকারীরা তাদের বর্তমান অ্যাকাউন্ট দিয়ে টিমসে লগইন করতে পারবেন।
বিগত কয়েক বছর ধরে টিমসকে বেশি গুরুত্ব দিচ্ছে মাইক্রোসফট। কোম্পানিটি মূলত একটি যোগাযোগ প্লাটফর্ম রাখার পরিকল্পনা করেছে। স্কাইপ বন্ধের এ সিদ্ধান্ত প্রতিযোগিতার বাজারেও মাইক্রোসফটকে এগিয়ে রাখতে সাহায্য করবে বলে ধারণা প্রযুক্তি সংশ্লিষ্টদের।
স্কাইপ প্রথম চালু হয় ২০০৩ সালে এবং অল্প সময়ের মধ্যেই এটি সবচেয়ে জনপ্রিয় ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপগুলোর একটি হয়ে ওঠে। মাইক্রোসফট যখন ২০১১ সালে ইবে থেকে স্কাইপ কিনেছিল, তখন বিশ্বব্যাপী এর ব্যবহারকারী সংখ্যা ছিল প্রায় ১৭ কোটি। ওই সময় স্কাইপ অধিগ্রহণের ঘোষণার অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ বালমার এ তথ্য জানান। বালমার ওই সময় বলেছিলেন, ‘স্কাইপ ব্র্যান্ডটি এখন একপ্রকার ক্রিয়াপদে পরিণত হয়েছে, যা ভিডিও ও ভয়েস কমিউনিকেশনের প্রতীক।’
কভিড-১৯ মহামারির সময় স্ল্যাক ও মাইক্রোসফট টিমসের পাশাপাশি জুমের মতো নতুন ভিডিও প্লাটফর্ম ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আর ওই সময়ই স্কাইপের জনপ্রিয়তা কমতে শুরু করে।
বিটি/ আরকে