1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
শিরোনামঃ

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার দেখা হয়েছে

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ ও সরকারি সংস্থা ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে। সম্প্রতি বগুড়ায় ‘অনলাইন ব্যবসা ব্যবস্থাপনা ও আর্থিক অন্তর্ভুক্তি’ শীর্ষক তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩৬ জন নারী উদ্যোক্তা যারা ঘরে তৈরি খাদ্য, হস্তশিল্প, বুটিক দোকানসহ বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত রয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নারী উদ্যোক্তাদের আর্থিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক দক্ষতা বাড়াতে কাজ করছে। এ লক্ষ্যে ব্যাংকটি এসএমই ফাউন্ডেশনের সঙ্গে মিলে দেশের বিভিন্ন প্রান্তে আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এসব উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানো, আর্থিক জ্ঞান উন্নত করা এবং আর্থিক সম্পদ ও নেটওয়ার্কে প্রবেশাধিকার বৃদ্ধিতে অবদান রাখছে। দেশের নারী উদ্যোক্তাদের জন্য একটি উদ্ভাবনী ও সফল পরিবেশ তৈরিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড প্রতিশ্রুতিবদ্ধ।

এসএমই ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সংস্থা, যা শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই নীতিমালা অনুযায়ী দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমে নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিগুলো বিশেষ গুরুত্বসহকারে বাস্তবায়ন করা হয়ে থাকে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্যাংকিং গ্রুপ। সারাবিশ্বের ৫৩টি দেশে উপস্থিতি রয়েছে বহুজাতিক ব্যাংকটির। এ ছাড়া ৬৪টি দেশের গ্রাহকদের সেবা দিচ্ছে তারা। ব্যাংকটির মূল লক্ষ্য ব্যবসা ও প্রগতিকে নতুন আঙ্গিকে সামনের দিকে নিয়ে যাওয়া। ব্যাংকটির মান ও ঐতিহ্যের মূলমন্ত্র ‘ হেয়ার ফর গুড’।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT