1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

নিউইয়র্কে ‘চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ ১৯ এপ্রিল

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
বৈদেশিক মুদ্রার রিজার্ভ

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আগামী ১৯ এপ্রিল নিউইয়র্কের জ্যাকসন হাইটে শুরু হবে দুই দিনব্যাপী ‘চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার-২০২৫’। এবারের মেলার প্রতিপাদ্য হলো-‘লিগ্যাল রেমিট্যান্স, বেটার বাংলাদেশ’।

বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনেস লিংক যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুর ‘চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার- ২০২৫’ উদ্বোধন করবেন।

বৈধ রেমিট্যান্স প্রবাহ ও টেকসই প্রবৃদ্ধি ওপর গুরুত্বারোপ করে এ মেলার লক্ষ্য হলো কীভাবে বৈদেশিক আয় বাড়ানো যায় এবং রেমিট্যান্সের বৈধ চ্যানেলগুলো ব্যবহারে প্রবাসীদের উৎসাহিত করা যায়, যা অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

মেলায় সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভলোপার, মানি একচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার। এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি এ নিয়ে বিভিন্ন সেমিনাল সিম্ফোজিয়াম, কিউ অ্যন্ড এ সেশন এবং নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হবে। মেলা আয়োজক কমিটির রেমিট্যান্স ফেয়ার এবং অফশোর ব্যাংকিং নিয়ে একটি বিশেষ প্রকাশনাও রাখছে। যেখানে লিখছেন খ্যাতিমান অর্থনীতিবিদ, অধ্যাপক, ব্যাংকার।

নেটওয়ার্কিং সেশনে অংশ নেবেন নিউ ইয়র্ক ফিনান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্ট এবং প্রধান প্রধান মানি একচেঞ্জ কোম্পানিসমূহ। যার মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং রেমিট্যান্স খাতের সর্বশেষ উদ্ভাবনাসমূহ এখানে প্রদর্শিত হবে।

২০২৪ সালে অনুষ্ঠিত মেলায় সর্বোচ্চ রেমিট্যান্স সরবরাহকারী হিসেবে পুরস্কার পায় ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া পিএলসি। এ ছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স পার্টনার চ্যানেল হিসেবে পুরস্কার লাভ করে বিএ এক্সপ্রেস, সানম্যান গ্লোবাল এক্সপ্রেস এবং স্ট্যান্ডার্ড গ্লোব এক্সপ্রেস।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT