বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) দুই দিনব্যাপী ‘শৈল্পিক আভিজাত্য’ শীর্ষক এক ফ্যাশন প্রদর্শনী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব ফ্যাশন স্টাডিজের ২২২তম ব্যাচের শিক্ষার্থীরা বাংলার ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পকে আধুনিক ও টেকসই ফ্যাশনের সংমিশ্রণে নতুন মাত্রায় উপস্থাপন করেন। প্রদর্শনীতে জামদানি, ট্রাইবাল ফ্যাব্রিকস, হ্যান্ডলুম টেক্সটাইলস ও গামছা বিশেষভাবে স্থান পেয়েছে, যেখানে আধুনিক ফ্যাশন থিম, যেমন পাঙ্ক-অনুপ্রাণিত সিলুয়েট ও এক্সপেরিমেন্টাল ড্র্যাপিং নিখুঁতভাবে সম্মিলিত হয়েছে।
বিটি/ আরকে