বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ সংক্রান্ত কার্যক্রমে কোনো বাধা থাকছে না। হাইকোর্টের পূর্ববর্তী আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।একই সঙ্গে ১৯ মার্চের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলেছেন। ফলে স্বতন্ত্র ওই পরিচালকদের কার্যক্রম পরিচালনায় বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইনজীবী।
মঙ্গলবার (৪ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
হাইকোর্ট গত ১৩ জানুয়ারি তিনটি প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালকের নিয়োগ আদেশ স্থগিত করে দেয়, কিন্তু গতকালের আপিল বিভাগের আদেশে সেই স্থগিতাদেশ বাতিল করা হয়েছে। এর ফলে, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিকসে নতুন নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই।
বিএসইসি গত বছরের ৩১ ডিসেম্বর বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে ৯ জন স্বতন্ত্র পরিচালক বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় এবং ৭ জন শাইনপুকুর সিরামিকসে নিয়োগ দেয়। এর পর, তিনটি কোম্পানির পক্ষ থেকে রিট দায়ের করা হলে হাইকোর্টের স্থগিতাদেশ আসে।
শুনানিতে বিএসইসি’র পক্ষ থেকে আইনজীবী মো. আসাদুজ্জামান এবং আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন, আর রিট আবেদনকারী পক্ষের আইনজীবী ছিলেন ফিদা এম কামাল ও কামাল উল আলম।