1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
শিরোনামঃ

বৈশ্বিক বাজারে রেকর্ড সর্বোচ্চে স্বর্ণের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগের আশ্রয় খাত হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এর প্রভাবে সাপ্তাহিক লেনদেনের শেষদিনে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ২ হাজার ৮০০ ডলারের কাছাকাছি দামে বেচাকেনা হয়েছে। এছাড়া মাস ভিত্তিতে স্বর্ণের দাম ৬ শতাংশ এবং আগের সপ্তাহের তুলনায় তা ১ শতাংশ বেড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল লেনদেনের শুরুতে স্বর্ণের দাম বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৮০০ ডলার ৯৯ সেন্ট পর্যন্ত পৌঁছেছিল। এদিন তা আবার আউন্সপ্রতি ২ হাজার ৭৯৪ ডলার ৫৮ সেন্টে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম আউন্সে ২ হাজার ৮২৪ ডলার ৯০ সেন্টে স্থিতিশীল ছিল।

বিনিয়োগ ব্যবস্থাপনা সংস্থা উইজডমট্রির কমোডিটিস স্ট্র্যাটেজিস্ট নীতেশ শাহ বলেন, ‘যতদিন অনিশ্চয়তা বজায় থাকবে ততদিন স্বর্ণের বাজারের এ উত্থান বজায় থাকবে। শুল্ক আরোপের সময় ও পদ্ধতি নিয়ে এখনো অনিশ্চয়তায় আছেন বিনিয়োগকারীরা।’

বৃহস্পতিবার ট্রাম্প পুনরায় ঘোষণা করেন, তিনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা থেকে আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চান। এছাড়া চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের বিষয় এখনো বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট।

সুইডেনভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠান জুলিয়াস ব্যারের বিশ্লেষক কারস্টেন মেনকে বলেন, ‘আমরা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঊর্ধ্বমুখী ক্রয়কে স্বর্ণের বাজারে সবচেয়ে শক্তিশালী কাঠামোগত শক্তি হিসেবে দেখছি। এটি আমাদের দীর্ঘমেয়াদি ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে সমর্থন করছে।’

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বর্ণের বাজারের বিনিয়োগকারী বর্তমানে ডিসেম্বরের যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোক্তা ব্যয় মূল্য সূচক (পিসিই) প্রতিবেদনের দিকে নজর রাখছেন। এর আগে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছিলেন, মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানের তথ্য নির্ধারণ করবে, কখন অর্থনৈতিক শিথিলতা প্রয়োজন।

বৃহস্পতিবারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের চতুর্থ প্রান্তিকে কমেছে। তবে এ সময় ভোক্তা ব্যয় প্রায় দুই বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বেড়েছে। ব্রোকারেজ ফার্ম অ্যাক্টিভট্রেডের সিনিয়র অ্যানালিস্ট রিকারডো ইভাঞ্জেলিস্তা বলেন, ‘ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি ও নিম্নমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধির সংমিশ্রণ ঘটলে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলারে পৌঁছানোর পূর্বাভাস আরো বাস্তবসম্মত হয়ে উঠবে।’

এদিকে গতকাল স্পট মার্কেটে রুপার দাম দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য নেমেছে আউন্সপ্রতি ৩১ ডলার ৬১ সেন্টে। এর আগে বৃহস্পতিবার মূল্যবান ধাতুটির দাম এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছিল। প্লাটিনামের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৯৭৩ ডলার ৮৫ সেন্টে স্থির হয়েছে। এ সময় প্যালাডিয়ামের দাম আউন্সে ৯৮৯ ডলার ১৬ সেন্টে স্থিতিশীল ছিল।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT