ব্র্যাক ব্যাংক পিএলসি ও সুপারশপ ইউনিমার্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, চিফ মার্কেটিং অফিসার ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং হেড অব প্রিমিয়াম ব্যাংকিং মেহরুবা রেজা। এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
ইউনিমার্টের পক্ষে ছিলেন সিইও গাজী মাহফুজুর রহমান, সিওও শাহীন মাহমুদ এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকশন এইচইউএম মেহেদী সাজ্জাদ। এ চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের সব প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক, ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ঢাকা এবং সিলেটে ইউনিমার্টের ছয়টি আউটলেটে প্রায়োরিটি চেকআউটের সুবিধা পাবেন। এর ফলে গ্রাহকরা দ্রুত এবং আরো সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা পাবেন।
বিটি/ আরকে