1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

যুদ্ধে পাকিস্তানের ১১ সেনা ও ৪০ বেসামরিক নাগরিক নিহত: আইএসপিআর

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৯ বার দেখা হয়েছে

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারতের “বিনা উস্কানিতে এবং নিন্দনীয় কাপুরুষোচিত জঘন্য হামলায়” পাকিস্তানের প্রতিরক্ষায় নিয়োজিত অন্তত ১১ জন সেনা শহীদ এবং ৭৮ জন আহত হয়েছেন। একই সময়ে, ভারতীয় হামলায় সাত নারী ও ১৫ শিশুসহ ৪০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২১ জন আহত হয়েছেন।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শহীদ পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের মধ্যে রয়েছেন নায়েক আব্দুল রেহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহী মুহাম্মদ আদিল আকবর এবং সিপাহী নিসার।

শহীদ পাকিস্তান বিমান বাহিনীর সদস্যদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক এবং সিনিয়র টেকনিশিয়ান মুবাশির।

বিবৃতিতে বলা হয়েছে, “শহীদদের এই মহান আত্মত্যাগ সাহস, নিষ্ঠা ও অটল দেশপ্রেমের এক চিরন্তন প্রতীক—যা জাতির স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে।” বিবৃতিতে আরও বলা হয়, “এতে কোনো সন্দেহের অবকাশ নেই: পাকিস্তানের সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার যেকোনো প্রচেষ্টা, ভবিষ্যতে আবারও, দ্রুত, পূর্ণ-মাত্রার এবং জবাবের সম্মুখীন হবে।”

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT