বাংলাদেশের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেয়েছেন। ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দিয়ে তিনি কৃতকার্য হয়েছেন। রিপোর্টে তার অ্যাকশনকে বৈধ বলা হয়েছে। ফলে যেকোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে বাধা নেই এই তার।
গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টির ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড) যেকোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। এতে জাতীয় দল ও বিভিন্ন লিগে ব্রাত্য হয়ে পড়েন। কেননা তাকে শুধু ব্যাটার হিসেবে নিতে আগ্রহ দেখায়নি দলগুলো।
লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবেই প্রথম পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন সাকিব। পরে চেন্নাইয়ের ল্যাবে দ্বিতীয় পরীক্ষায়ও অকৃতকার্য তিনি। সর্বশেষ লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দিয়ে তিনি পেলেন সুসংবাদ।
লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সাকিবের সর্বশেষ বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়েছে গত ৯ মার্চ, যার ফল সাকিব জেনেছেন ১৯ মার্চ।
অর্থ্যাৎ, সাকিবের বোলিং অ্যাকশন এখন বৈধ এবং তার কোনো ধরনের ক্রিকেটেরই আর বোলিং করতে বাধা নেই। পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত।
গত বছর ভারত সফরে সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন সাকিব। এরপর আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন। যদিও রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে দেশে ফিরতে দেয়া হয়নি। এরপর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলা হয়নি বোলিং অ্যাকশন অবৈধ থাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটিই জানিয়েছে।
বাংলাদেশের খ্যাতিমান এই ক্রিকেটার দেশের হয়ে ৭১টি টেস্ট, ২৪৭টি ওয়ানডে ও ১২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ২৪৬টি, ওয়ানডেতে ৩১৭টি ও টি-টোয়েন্টিতে ১৪৯টি উইকেট নিয়েছে এবং তিনটিই দেশের হয়ে রেকর্ড। এছাড়া টেস্টে রানে তিনে, ওয়ানডেতে তিনে ও টি-টোয়েন্টিতে এক নম্বরে তিনি।
বিটি/ আরকে