ব্র্যাক ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ উদ্যোগে এ রমজানে পুরস্কার হিসেবে রেমিট্যান্স সুবিধাভোগীরা একটি পানির বোতল পাবেন।
দেশব্যাপী ব্র্যাক ব্যাংকের ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১ হাজার ১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেটসমৃদ্ধ বিস্তৃত নেটওয়ার্ক থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকরা এ বিশেষ উপহারটি পাবেন।
রোজায় রেমিট্যান্স প্রবাহ বেড়ে যায়। এমন সময় এ পুরস্কারটি রেমিট্যান্স সুবিধাভোগীদের কিছুটা হলেও আনন্দিত করবে বলে ব্যাংকটি বিশ্বাস করে। ৪ মার্চ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে স্টক শেষ না হওয়া পর্যন্ত।
গ্রাহক অভিজ্ঞতা আরো উন্নত করার প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক এ উদ্যোগ নিয়েছে। রেমিট্যান্স গ্রাহকদের আরো বড় পরিসরে ব্যাংকিং সুবিধা দেয়ার লক্ষ্য নিয়ে ব্র্যাক ব্যাংক চালু করেছে প্রবাসী পরিবার ও ‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্ট।
ব্র্যাক ব্যাংক এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের রেমিট্যান্স গ্রাহকদের সহায়তা ও দেশে আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে আরো কিছু জানার থাকলে গ্রাহকদের নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখা বা এজেন্ট ব্যাংকিং আউটলেটে যোগাযোগ করার জন্য ব্যাংকটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বিটি/ আরকে