২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সারা বিশ্বের মানুষ। বিশ্বজুড়ে সবচেয়ে বহুল ব্যবহৃত ও স্বীকৃতিপ্রাপ্ত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে পালিত হবে এ নববর্ষ। এ ক্যালেন্ডার অনুসারে বিশ্বের প্রায় সব দেশই ৩৬৪ বা ৩৬৫ দিন পরপর নববর্ষ উদযাপন করে। সেই অনুযায়ী ডিসেম্বরের ৩১ তারিখ মধ্যরাতের আগে কাউন্টডাউন শুরু হবে সারা বিশ্বে। তবে সব জায়গায় যে একইসঙ্গে নতুন বছর শুরু হবে তা নয়।এর কারণ আন্তর্জাতিক তারিখ রেখা। এ তারিখ রেখা মেনেই প্রতিদিনের আনুষ্ঠানিক সূচনা ও সমাপ্তি ঘটে।
১৮৮৪ সালে এক সম্মেলনে আন্তর্জাতিক ভ্রমণ ও রেলব্যবস্থার মধ্যে সমন্বয় রাখতে তারিখরেখা চালু করা হয়। কাল্পনিক এই রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। রেখাটি মূলত প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি স্থান দিয়ে ১৮০তম দ্রাঘিমারেখা অনুসরণ করে।
যেসব দেশের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে তারা কোন টাইম জোনে থাকতে চায় সেই সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে। আর সেই অনুযায়ীই কার ঘড়িতে সবার আগে ১২টা বাজে তা-ও নির্ধারিত হয়ে থাকে। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে কোন অঞ্চলে সবার আগে ও কোন অঞ্চলে সবার শেষে নববর্ষ উদযাপিত হবে তা দেখে নেওয়া যাক।
সবার আগে উদযাপন করবে যারা
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য চলে গ্রিনিজ মান সময় (জিএমটি) অনুযায়ী। যেটিকে পুরো বিশ্বের সময়ের ভিত্তি হিসেবে ধরা হয়। গ্রিনিচ হলো একটি দ্বীপ। এটি মূল মধ্যরেখার স্থান এবং দাঘ্রিমাংশের লাইন। যেটি ০ ডিগ্রিকে নির্দেশ করে। সেখানেই বিশ্বের পূর্ব ও পশ্চিম গোলার্ধ বিভক্ত হয়েছে। এর মাধ্যমে এটি সময়ের নির্দেশক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি চিহ্নিত করেছে ইংল্যান্ডের গ্রিনিচের রয়্যাল অবজারভেটরি।
এ সময় অনুযায়ী, কিরিমাতি দ্বীপে সবার আগে নতুন বছর শুরু হবে। এছাড়া ২০২৪ সালও এখানে সবার আগে শেষ হবে। অপরদিকে তোঙ্গা, নিউজিল্যান্ড এবং সামোয়া পূর্ব অস্ট্রেলিয়া এবং মধ্য অস্ট্রেলিয়ার আগে নতুন বছর উদযাপন করবে।
বিশ্বের সবার শেষে নতুন বছর শুরু হবে যুক্তরাজ্যের মানচিত্রের পশ্চিমদিকের সবচেয়ে দূরে অবস্থিত বাকার এবং হাউল্যান্ড দ্বীপে। যা যুক্তরাষ্ট্রের হাওয়ায়ের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত। এছাড়া যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে অন্যতম দেশ যেটি অন্যান্যদের চেয়ে পরে নতুন বছরকে স্বাগত জানায়। এমনকি দেশটির সবজায়গাতেও একসঙ্গে নতুন বছর শুরু হয় না। দেশটিতে সবার পরে ২০২৫ সাল উদযাপিত হবে ওয়াশিংটন ডিসিতে।
বিটি/ আরকে