1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি নতুন নির্দেশনায় আরও কঠিন হচ্ছে মার্কিন ভিসা নেতানিয়াহুসহ ইসরায়েলের শীর্ষ তিন ডজন কর্মকর্তার বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ ক্রিকেটার জাহানারা আলমের গুরুতর অভিযোগের পরে ব্যবস্থা নিচ্ছে বিসিবি সাভারের চামড়া শিল্পনগরী বিসিক হতে যাচ্ছে বেপজার অধীনে জাপান শ্রমবাজারের চাহিদা মেটাতে ‘জাপান সেল’ গঠন, টিটিসি বৃদ্ধি করবে বাংলাদেশ সেনাপ্রধানকে ঘিরে মিথ্যা প্রচারণা, সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর এক্সিম ব্যাংকের সাবেক এমডি গ্রেপ্তার, আত্মসাতের অভিযোগে কারাগারে মাছের নিরাপদ প্রজনন ও ডলফিন সংরক্ষণে হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়-সংস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
বিনিয়োগ পরিবেশ উন্নতি

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানানো হয়েছে বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায়।

রোববার (২ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, “বাস্তবায়ন আর পারস্পরিক জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই।”

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জানানো হয়, ১০০ শতাংশ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য ‘ফ্রি অব চার্জ’ আমদানিতে কোটার বিধান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে নীতিতে অন্তর্ভুক্ত হবে। এ পদক্ষেপে রপ্তানিমুখী শিল্পের ব্যয় কমবে ও প্রতিযোগিতা বাড়বে।

চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে নতুন কনটেইনার ইয়ার্ড নির্মাণ, ঝুঁকি ব্যবস্থাপনা সফ্‌টওয়্যার চালু ও বিপজ্জনক পণ্যের সঠিক ব্যবস্থাপনার উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ বিজনেস পোর্টালের দ্বিতীয় ধাপ ডিসেম্বরের মধ্যে চালুর কথা রয়েছে, যাতে ২৯টি সরকারি সেবা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক বন্দরের আশপাশের শাখায় রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) চালু করেছে এবং ২৪ ঘণ্টা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ব্যবসায় লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে।

বিডা এখন মাসিকভাবে সব বিনিয়োগ সংস্থার প্রকল্প তথ্য সংগ্রহ করছে, যাতে বিনিয়োগ প্রবণতা ও বাস্তবায়নের অগ্রগতি বিশ্লেষণ করা যায়।

ডিসেম্বরে বিডা, পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তর যৌথভাবে কার্বন বাণিজ্য ও টেকসই বিনিয়োগবিষয়ক কর্মশালা আয়োজন করা হবে।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT