1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
শিরোনামঃ

বিদায় নিচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট, জেমিনি যুগ শুরু

নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বিদায় নিচ্ছে বহুল ব্যবহ্নত গুগল অ্যাসিস্ট্যান্ট। ২০২৫ সালের মধ্যে সব অ্যান্ড্রয়েড ডিভাইসে তার বদলে গুগলের জেমিনিকে ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা হবে। ইতিমধ্যে বিভিন্ন ডিভাইসে অ্যান্ড্রয়েড ভার্সন অনুসারে সরিয়ে দেওয়া হয়েছে গুগল অ্যাসিস্ট্যান্টকে। তবে যেসব ডিভাইসে সর্বনিম্ন অ্যান্ড্রয়েড ১০ সংস্করণ ও ২ জিবি র‍্যাম রয়েছে সেসব ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট চালানো যাবে।

এক ঘোষণায় এমনটিই জানিয়েছে টেক জায়ান্ট গুগল।

গুগল জানিয়েছে, শুধু স্মার্টফোনেই নয়, ট্যাবলেট, স্মার্টটিভি, গাড়ির সফটওয়্যার, হেডফোন, স্মার্টওয়াচসহ ফোনের সঙ্গে সংযুক্ত ডিভাইসগুলোয়ও গুগল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে জেমিনিকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আনা হবে। অ্যাপলের আইএসও প্লাটফর্মেও এ পরিবর্তন আসতে পারে। যদিও গুগল বর্তমানে স্মার্ট হোম ডিভাইসের দিকে খুব একটা মনোযোগ দিচ্ছে না, তবে তারা নিশ্চিত করেছে যে স্পিকার, ডিসপ্লে ও স্ট্রিমিং ডিভাইসের জন্যও জেমিনি-ভিত্তিক একটি নতুন অভিজ্ঞতা আনার পরিকল্পনা রয়েছে।

গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত অনেক আগে থেকেই পাওয়া যাচ্ছিল। পিক্সেল ৯ সিরিজে প্রথম থেকেই জেমিনাইকে ডিফল্ট করা হয়েছিল, যা স্পষ্টতই এ পরিবর্তনের সবচেয়ে বড় ইঙ্গিত ছিল।

তবে কবে নাগাদ এ পরিবর্তন কার্যকর হবে, তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ১৬-এর যেকোনো ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে সরাসরি জেমিনাই আসবে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT