back to top
26 C
Dhaka
বুধবার, জানুয়ারি 15, 2025

ক্রিয়েটিভ ও মিডিয়া টেক লিডার এসকিমির ঢাকায় নতুন অফিস চালু

Must read

ঢাকায় নতুন অফিস উদ্বোধন করেছে ফুল-স্ট্যাক অ্যাডটেক সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান এসকিমি। ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণ এবং স্থানীয় কমিউনিটি গঠনে নতুন অফিসটি বাংলাদেশে কোম্পানির দ্রুত সম্প্রসারণ করতে সাহায্য করবে। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি ৪০ জন সদস্য নিয়ে পদচারণা শুরু করে এসকিমি।

এটি একটি গ্লোবাল, পূর্ণাঙ্গ ক্রিয়েটিভ এবং মিডিয়া টেক প্ল্যাটফর্ম যা উদ্ভাবনী, ডেটা-নির্ভর, এবং প্রভাবশালী ডিজিটাল বিজ্ঞাপন সমাধান প্রদান করে। বাংলাদেশসহ আরও ৪০টির বেশি দেশে অ্যাডটেক মার্কেটে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এসকিমি। প্রতিষ্ঠানটি বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন প্রবণতা, যেমন অ্যাটেনশন ইকোনমি, নতুন ক্রিয়েটিভ ফরম্যাট, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করার পরিকল্পনা করেছে।

প্রতিষ্ঠানের সিইও ভিটাস পকস্টিম বলেন, এসকেমির নতুন এই পদক্ষেপ কোম্পানির অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও বলেন, টিমের সদস্য ও কমিউনিটির সকলের সংযুক্ত থাকা ও সহযোগিতা বৃদ্ধি জন্য আমরা একটি আধুনিক ওপেন স্পেস তৈরি করেছি। আমাদের নতুন এই অফিসটি আমাদের কর্মীদের জন্য আরামদায়ক পরিবেশ এবং আমাদের ক্লায়েন্ট ও অংশীদারদের জন্য একটি উষ্ণ অভ্যর্থনা প্রদান করবে।

বিটি/ আরকে

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article