1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

রোনালদোর ১০০০ গোলের স্বপ্ন কি সম্ভব?

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪৪ বার দেখা হয়েছে

বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম মহা-তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বপ্ন ১০০০ গোল। রোনালদোর গোলের সংখ্যা এখন ৯৩৪। অর্থাৎ, ১০০০ গোলের রেকর্ড থেকে ৬৬ গোল দূরে রয়েছেন তিনি। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে ক্লাব ও দেশের হয়ে মোট ১০০০ গোল করার সুযোগ রয়েছে রোনালদোর।

কিন্তু আল নাসেরে যে ভাবে খেলছে তাতে সেই স্বপ্ন পূরণ হওয়া মুশকিল। দলের খেলায় খুশি নন রোনালদো। ফলে এখনই ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে চাইছেন না তিনি। তবে কি এ বার সৌদি আরবের ক্লাব ছাড়তে চাইছেন সিআর৭?

সম্প্রতি সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের কাছে হেরেছে আল নাসের। তার আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা। আল ইত্তিহাদের কাছে হেরে পয়েন্ট তালিকায় চার নম্বরে নেমেছে রোনালদোর ক্লাব। ফলে পরের বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা তাদের কম। এই পরিস্থিতিতে সৌদির ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন ৪০ বছর বয়সি ফুটবলার।

২০২৩ সাল থেকে আল নাসেরে খেলছেন রোনালদো। সৌদির লিগের মুখ তিনি। কিন্তু দু’মরসুমে দলকে কোনও ট্রফি জেতাতে পারেননি রোনাল্ডো। সেটাই ভাবাচ্ছে তাঁকে। জানা গিয়েছে, সৌদির লিগের অন্য দল থেকেও রোনাল্ডোকে প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সব প্রস্তাব ভেবে দেখছেন পর্তুগালের ফুটবলার।

আল নাসের যে ভাবে একের পর এক প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছেন, তাতে রোনাল্ডো খুশি নন। সেই কারণেই ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তিনি। এখন দেখার নিজের কেরিয়ার নিয়ে কী সিদ্ধান্ত নেন পর্তুগালের তারকা।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT