বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সদস্যদের সম্মানে চট্টগ্রামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবদুল হক ও সাধারণ সম্পাদক রিয়াজ রহমানসহ কার্যনির্বাহী সদস্যরা। এ সময় বারভিডার সব সদস্যের সুস্বাস্থ্য ও কল্যাণ এবং দেশের উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য বিশেষ করে রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসা খাতের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
বিটি/ আরকে