1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
শিরোনামঃ

ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে প্রায় দেড় শতাধিক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২১ বার দেখা হয়েছে

মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। শুধু মিয়ানমারেই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪ জন।

মিয়ানমারের সামরিক শাসকের সিনিয়র জেনারেল মিন আং হ্লাইং জানান, বর্তমানে ১৪৪ জন নিহতের খবর আমরা পেয়েছি। আর আহতদের সংখ্যা ৭৩২ জন। হতাহতের এই সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের সংখ্যা বেশি হচ্ছে, নেপিডোতে। অন্যান্য শহরেও মানুষ নিহত হয়েছেন তবে তাদের সংখ্যা কম।

মিন আং হ্লাইং আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছেন। মান্দালে এবং নেপিডোর হাসপাতালগুলোতে রক্ত দান করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

মান্দালে শহরের এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমার শহরে অনেক ভবন ধসে পড়েছে। আমি সাগাইন শহরে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ফোন লাইনও বন্ধ হয়ে গেছে।

এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসের ঘটনায় নিখোঁজ শ্রমিকের সংখ্যা বেড়ে ৭০ জন হয়েছে।

মিয়ানমারে ভূমিকম্পের পর দেশটির কিছু অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার কাজে ব্যহত হচ্ছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএসএনকে রেড ক্রস এ তথ্য জানিয়েছে।

রেড ক্রস সোশ্যাল মিডিয়া পোস্টে জানায়, মান্দালে, সাগাইন, নেপিডো, বাগো এবং দক্ষিণ শানে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া গেছে।

মিয়ানমার রেড ক্রস সোসাইটি জানায়, তারা প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করছে এবং মান্দালে একটি দল পাঠিয়েছে।

ইন্টারনেট পর্যবেক্ষক নেটব্লকস জানায়, ভূমিকম্পের পর মিয়ানমারে ইন্টারনেট সংযোগে বিপর্যয়ের তথ্য পাওয়া গেছে।

এদিকে নেটব্লকসও তাদের এক্স পোস্টে জানায়, বিদ্যুৎ বন্ধ এবং টেলিকম লাইন ভেঙে যাওয়ার কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে।

বিটি/ আরকে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT