বিশ্বখ্যাত হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই সাহিত্যে ২০২৫ সালের নোবেল পুরস্কার জয় করেছেন। সুইডিশ একাডেমির নোবেল কমিটি বৃহস্পতিবার এ ঘোষণা দেয়। তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে “আকর্ষণীয় ও দূরদর্শী রচনার জন্য” যা সমকালীন সাহিত্যে গভীর দার্শনিক ও নান্দনিক প্রভাব ফেলেছে।
৭১ বছর বয়সী এই লেখক তার অনন্য সাহিত্যশৈলীর জন্য বিশ্বজুড়ে পরিচিত। তার লেখায় রয়েছে দীর্ঘ, জটিল বাক্য, যেগুলো দার্শনিক গম্ভীরতা, বিষণ্ণতা এবং কখনও কখনও কৌতুকময় উপাদানে পরিপূর্ণ। তার বহু উপন্যাস প্রায় একটানা এক বাক্যে লেখা, যা পাঠককে ভিন্নমাত্রার অভিজ্ঞতা দেয়।
ক্রাসনাহোরকাইয়ের প্রথম উপন্যাস সাতান্তাঙ্গো (Satantango) এবং দ্য মেলানকোলি অফ রেজিস্ট্যান্স (The Melancholy of Resistance) হাঙ্গেরিয়ান খ্যাতনামা পরিচালক বেলা টার চলচ্চিত্রে রূপ দিয়েছেন। সাহিত্য ও চলচ্চিত্র দুই ক্ষেত্রেই এসব রচনা প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে।
তিনি ২০১৫ সালে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন। বুকার বিচারকরা তার লেখাকে “অসাধারণ দৈর্ঘ্যের বাক্য, যার সুর গম্ভীর থেকে পাগলাটে, প্রশ্নোত্তর থেকে নির্জনে পরিবর্তিত হয়” বলে অভিহিত করেন।
নোবেল জয় করে ক্রাসনাহোরকাই এখন আর্নেস্ট হেমিংওয়ে, টনি মরিসন, কাজুও ইশিগুরোসহ সাহিত্যে নোবেলজয়ী বিশ্ববিখ্যাত লেখকদের তালিকায় যুক্ত হলেন।
সুইডিশ একাডেমির তথ্য অনুযায়ী, এবার নিয়ে সাহিত্যে মোট ১১৭ বার নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে, যেখানে ১২১ জন বিজয়ী হয়েছেন। গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন দক্ষিণ কোরীয় লেখক হান কাং।
চলতি সপ্তাহে চিকিৎসা, পদার্থবিজ্ঞান ও রসায়নের পর সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষিত হলো। শুক্রবার ঘোষণা করা হবে শান্তিতে নোবেল পুরস্কারের বিজয়ীর নাম। আর অর্থনীতিতে নোবেল স্মৃতি পুরস্কার ঘোষণা করা হবে আগামী সোমবার।
উল্লেখ্য, প্রতি বছরের ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীরা পান ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনার (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার), ১৮ ক্যারেট স্বর্ণপদক এবং একটি সম্মাননাপত্র।
নোবেল পুরস্কার প্রবর্তন করেন আলফ্রেড নোবেল যিনি একজন সুইডিশ ধনী উদ্ভাবক, বিজ্ঞানী ও শিল্পপতি। তিনি ডিনামাইট আবিষ্কার করলেও বিশ্বে তার নাম চিরস্মরণীয় হয়ে আছে মানবকল্যাণে প্রদত্ত এই পুরস্কারের জন্য।
বিটি/ আরকে
Tags: লাসলো ক্রাসনাহোরকাই, সাহিত্যে নোবেল, হাঙ্গেরিয়ান লেখক