1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের পর চ্যাটজিপিটিতেও বিভ্রাট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার দেখা হয়েছে

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে বিভ্রাটের পর বিশ্বজুড়ে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে বিঘ্ন দেখা দিয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারণে ওয়েবসাইটটি কয়েক ঘণ্টার জন্য পুরোপুরি অফলাইনে চলে যায় বলে ব্যবহারকারীরা অীভযোগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৬টার দিকে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন-এআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ নিয়ে একটি পোস্ট করেন।

ওপেন-এআই জানায়, তারা সমস্যাটি শনাক্ত করেছেন। তা সমাধানের কাজ চলছে। সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেন তারা। তবে বন্ধ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর সকাল ৯টার দিকে পুনরায় সচল হয় চ্যাটজিপিটির ওয়েবসাইট।

এদিকে মেটার মালিকানাধীন চারটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সময় বুধবার রাতে বড় বিভ্রাট দেখা দেয়। প্রায় ৬ ঘণ্টা পর ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ স্বাভাবিক হয়েছে। তবে ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহারে এখনো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করছেন ব্যবহারকারীরা।

মেটার এমন বিভ্রাটের মধ্যে ওপেন-এআই’র চ্যাটজিপিটি, সোরা এবং ডেভেলপার-ফেসিং এপিআইতে বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। যদিও এরই মধ্যে সেবাটি বিভ্রাট কাটিয়ে স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে। মেটা ও চ্যাটজিপিটির বিভ্রাটের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য ভার্জ বলছে, মেটা ও চ্যাটজিপিটিতে যেদিন বিভ্রাট ঘটেছে, সেদিন ওপেনএআই অ্যাপল আইওএস ১৮.২-তে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন চালু করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এ আপডেটের ফলে সার্ভারে অতিরিক্ত ট্র্যাফিক বেড়ে যাওয়ায় বিভ্রাট হতে পারে। অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, অ্যাপল ইনটেলিজেন্সে চ্যাটজিপিটি ব্যবহার করতে সমস্যায় পড়ছেন তারা।

বিটি/আলী

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT