1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি নতুন নির্দেশনায় আরও কঠিন হচ্ছে মার্কিন ভিসা নেতানিয়াহুসহ ইসরায়েলের শীর্ষ তিন ডজন কর্মকর্তার বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ ক্রিকেটার জাহানারা আলমের গুরুতর অভিযোগের পরে ব্যবস্থা নিচ্ছে বিসিবি সাভারের চামড়া শিল্পনগরী বিসিক হতে যাচ্ছে বেপজার অধীনে জাপান শ্রমবাজারের চাহিদা মেটাতে ‘জাপান সেল’ গঠন, টিটিসি বৃদ্ধি করবে বাংলাদেশ সেনাপ্রধানকে ঘিরে মিথ্যা প্রচারণা, সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর এক্সিম ব্যাংকের সাবেক এমডি গ্রেপ্তার, আত্মসাতের অভিযোগে কারাগারে মাছের নিরাপদ প্রজনন ও ডলফিন সংরক্ষণে হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা

তোফাজ্জল হোসেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামান

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বিশিষ্ট শিল্পপতি তোফাজ্জল হোসেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় কোম্পানির অন্যতম পরিচালক কাজী মাহমুদা জামান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৮৪তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

তোফাজ্জল হোসেন বাংলাদেশের ব্যাংকিং ও বিমা খাতের পথিকৃত ব্যক্তিত্বদের অন্যতম। তিনি এর আগে এনসিসি ব্যাংক লিমিটেড ও ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান ‘প্রতীক সিরামিক’-এর চেয়ারম্যান এবং গার্মেন্টসসহ বিভিন্ন ব্যবসায় জড়িত।

তিনি শিক্ষা, ব্যবসা ও সামাজিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য এবং বিজিএমইএ-এর ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)-এর দাতা সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য। পাশাপাশি তিনি গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ’-এর প্রতিষ্ঠাতা সদস্য। ফেনী জেলায় জন্ম নেওয়া এই শিল্পপতি লেখক, গবেষক ও আলোচক হিসেবেও সমধিক পরিচিত।

অন্যদিকে, ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের অন্যতম উদ্যোক্তা পরিচালক। তিনি গার্মেন্টস ও অটোমোবাইলসহ বিভিন্ন খাতে ব্যবসায়িকভাবে সক্রিয় এবং তরঙ্গ কমপ্লেক্স, তাজ চিশতী প্রোপার্টিজ ও কানাডিয়ান সুয়েটারের পরিচালক। তিনি মরহুম কে এম হাবীব জামানের সহধর্মিণী, যিনি ব্যাংক-বিমা খাতের এক বিশিষ্ট উদ্যোক্তা ছিলেন।

কাজী মাহমুদা জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে টি অ্যান্ড টি কলেজ ও সিটি কলেজে অধ্যাপনা করেন। গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চৌড়া গ্রামের বিশিষ্ট কাজী পরিবারে জন্ম নেওয়া তিনি শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং নিজ এলাকা কালীগঞ্জসহ বিভিন্ন অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

Tags: , , , , , , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT