ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও এইচবি অ্যাসোসিয়েটসের মধ্যে একটি এমওইউ স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় উপস্থিত ছিলেন ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, আইবিইআরের পরিচালক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান ও রেজিস্ট্রার ড. মো. জুলফিকুর রহমান। অন্যদিকে ছিলেন এইচবি অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা ও সিইও মো. বাহাউদ্দীন সেবক, চিফ একাডেমিক অ্যাডভাইজার মোহাম্মদ জুনায়েদুল মুনির, প্রফেশনাল অ্যাডভাইজার জাফরান চৌধুরী, করপোরেট অ্যাডভাইজার মোহাম্মদ লুতফর রহমান ও পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ।
বিটি/ আরকে