back to top
26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি 18, 2025

চাঁদের প্রকৃত তাপমাত্রা কত?

Must read

পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ চাঁদ একটি প্রাণহীন ঠান্ডা শিলা মনে হতে পারে কিন্তু এটি আসলে চন্দ্র পৃষ্ঠে কতটা ঠান্ডা হয় এবং এর তাপমাত্রা কত?

বাস্তবে, চাঁদ ততটা ঠান্ডা নয়, অন্তত সব সময় তো নয়ই। পৃথিবীর মতোই সূর্যের আলো আঘাত করে কিনা তার উপর নির্ভর করে চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা পরিবর্তিত হয়। উল্লেখযোগ্যভাবে, তাপমাত্রার এই ওঠানামা বেশ নাটকীয় হতে পারে। এক রিপোর্ট
এমনটাই বলছে লাইভ সায়েন্স।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক জন মনিয়ার লাইভ সায়েন্সকে বলেছেন, “তাপমাত্রা অত্যন্ত গরম থেকে অত্যন্ত ঠান্ডায় বন্যভাবে দুলছে।”

তিনি বলেছিলেন যে, চাঁদের তাপমাত্রা প্রায় -১৪৮ ডিগ্রি ফারেনহাইট থেকে ২১২ ডিগ্রি ফারেনহাইট (-১০০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০০ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত হতে পারে।

নাসা অনুসারে তথ্যানুসারে চাঁদের বিপরীতে, পৃথিবীর গড় পৃষ্ঠের তাপমাত্রা ৫৯ ডিগ্রি ফারেনহাইট F (১৫ ডিগ্রি সেলসিয়াস), কিন্তু এটি প্রায় -১২৯ ডিগ্রি ফারেনহাইট থেকে ১৩৪ ডিগ্রি ফারেনহাইট (-৮৯ সেলসিয়াস থেকে ৫৭ সেলসিয়াস)।

তাছাড়া, পৃথিবীতেও বিশাল সমুদ্র রয়েছে, যা সূর্য থেকে শক্তি শোষণ করে এবং সঞ্চয় করে এবং ধীরে ধীরে রাতে ছেড়ে দেয়।

বিটি/ আরকে

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article