1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগের ঘোষণা ইলন মাস্কের

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ কর্মচারী হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়েছে এবং ট্রাম্পের উপদেষ্টা ও ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই)-এর প্রধানের পদ থেকে তিনি পদত্যাগ করছেন।

বৃহস্পতিবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ইলন মাস্ক লেখেন, “মার্কিন সরকারের একজন বিশেষ কর্মচারী হিসেবে আমার সময় শেষ হয়েছে। অপচয় কমিয়ে আনার সুযোগ দেয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, সময়ের সঙ্গে ডিওজিই আরও কার্যকর হয়ে উঠবে।”

ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচনের প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং বড় অঙ্কের আর্থিক সহায়তা দেওয়ার পর, মাস্ককে ডিওজিই নামের একটি নতুন বিভাগে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই বিভাগের মূল লক্ষ্য ছিল সরকারি খরচ কমিয়ে দক্ষতা বৃদ্ধি করা।

প্রথমদিকে দায়িত্ব পালন ভালোভাবে এগোলেও, ইলনের নীতিমালা ও সিদ্ধান্ত নিয়ে পরে বিতর্ক শুরু হয়। বিভিন্ন মহলে সমালোচনা ও বিরোধিতার মুখেও পড়তে হয় তাকে। এর ফলে বেশ কিছুদিন ধরেই মাস্কের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল, যা অবশেষে সত্যি হলো।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আগেই ইঙ্গিত দিয়েছিলেন, মাস্ক শিগগিরই পদ ছাড়তে পারেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা মাস্কের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT