back to top
26 C
Dhaka
বুধবার, জানুয়ারি 15, 2025

দরিদ্র দেশগুলোর জন্য বিশ্বব্যাংকের ১০০ বিলিয়ন ডলার ঘোষণা

Must read

বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে বিশ্বব্যাংক। পাশাপাশি ঋণ এবং অনুদান প্রদানের জন্য প্রায় ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের এক মুখপাত্র বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এএফপি’কে এসব তথ্য জানান।

তিনি বলেন, তিন বছর আগে শেষ তহবিল সংগ্রহের সময় প্রতিশ্রুতির প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে সামান্য বৃদ্ধি চিহ্নিত করে দাতাদেশগুলো ব্যাংকের ছাড় করা ঋণদানের হাতকে পুনরায় পূরণ করার জন্য ২৩ দশমিক ৭ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি দিয়েছে, যা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) নামে পরিচিত।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দুদিনব্যাপী আলোচনা শেষে বিশ্বব্যাংক এ ঋণ সহায়তার ঘোষণা করে।

বিশ্বব্যাংক এই অর্থ ব্যবহার করে আর্থিক বাজার থেকে ঋণ নিতে সক্ষম, যার মাধ্যমে তারা সঞ্চিত অর্থকে প্রায় চারগুণ বাড়াতে পারে এবং এর ফলে নতুন ঋণ ও অনুদানের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা ২০২১ সালে ছিল ৯৩ বিলিয়ন ডলার।

বিশ্বব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, এই অর্থ সাহায্য ৭৮ দেশের জন্য ব্যবহার করা হবে, যেসব দেশ সব থেকে বেশি ঋণ ও দরিদ্রে জর্জরিত। এটি স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং জলবায়ু স্থিতিস্থাপকতায় বিনিয়োগ করতে সহায়ক হবে।

আইডিএ বিশ্বব্যাংকের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশ থেকে প্রচুর অর্থায়ন আসে।

এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র আইডিএ নতুন তহবিলের জন্য ৪ বিলিয়ন ডলার ঘোষণা করেছে। নরওয়ে এবং স্পেনসহ অন্যান্য দেশগুলোও উল্লেখযোগ্যভাবে তাদের আর্থিক সহায়তা বাড়িয়েছে।

বিটি/আলী

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article