যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা কার্যকরের বাকি ছিল কয়েক ঘণ্টা। তবে তার আগেই দেশটিতে বন্ধ হয়ে গেছে এই সামাজিক যোগাযোগমাধ্যম। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য অ্যাপে একটি বার্তা দেখানো হচ্ছে। যেখানে বলা হয়েছে যে, টিকটক নিষিদ্ধ করার একটি আইন কার্যকর করা হয়েছে। যার অর্থ— আপনি এখন টিকটক ব্যবহার করতে পারবেন না। খবর বিবিসি।
বার্তায় আরো বলা হয়েছে, আমরা (টিকটক) ভাগ্যবান যে, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন, যাতে তিনি দায়িত্ব গ্রহণ করার পর টিকটক পুনরায় চালু করার সমাধান বের করা যায়।
ব্যবহারকারীরা জানিয়েছেন, অ্যাপটি গুগলের যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং টিকটক ডটকমে কোনো ভিডিও প্রদর্শিত হচ্ছে না।
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা ৯০ দিন পেছানো হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে ট্রাম্প জানান, এই বিষয়ে একটি ঘোষণা সম্ভবত সোমবার তার দায়িত্ব গ্রহণের পর আসবে।
এর আগে, টিকটক সতর্ক করেছিল যে, বিদায়ী বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞা কার্যকর না করার নিশ্চয়তা না দিলে রোববার থেকেই যুক্তরাষ্ট্রে এটি বন্ধ হয়ে যাবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট চীনা কোম্পানির মালিকানার ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধে ফেডারেল আইন বহাল রেখেছেন।
আইন অনুযায়ী, অ্যাপল ও গুগল কর্তৃক পরিচালিত মোবাইল অ্যাপ স্টোর এবং ইন্টারনেট হোস্টিং পরিষেবাগুলো যদি রোববারের পরেও বাইটড্যান্স (টিকটকের চীনভিত্তিক মূল কোম্পানি) যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের কাছে প্ল্যাটফর্মটির বিতরণ অব্যাহত রাখে, তাহলে তাদের বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। কোম্পানিগুলোকে টিকটকে প্রবেশ করা প্রতিটি ব্যবহারকারীর জন্য পাঁচ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে।
হোয়াইট হাউস কর্তৃপক্ষ বলছে, ট্রাম্প প্রশাসনের ওপর বিষয়টি ছেড়ে দেবেন তারা। যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষ হচ্ছে আগামী সোমবার। ওই দিনই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
বিটি/ আরকে