জটিল বিষয়ে গবেষণা পরিচালনায় সহায়তা করতে সক্ষম চ্যাটজিপিটির এমন একটি ‘এজেন্ট’ উন্মুক্ত করেছে ওপেনএআই। চ্যাটজিপিটির নতুন ফিচারটির নাম রাখা হয়েছে ‘ডিপ রিসার্চ’। বিশ্লেষকরা বলছেন, চীনা এআই চ্যাটবট ‘ডিপসিক’কে পাল্লা দিতেই চ্যাটজিপিটির নতুন এক সংযুক্তি। খবর টেকক্র্যাঞ্চ।
সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে ওপেনএআই জানিয়েছে, নতুন ফিচারটি বিনিয়োগ, বিজ্ঞান, নীতিনির্ধারণ ও প্রকৌশলের মতো জটিল বিষয় নিয়ে কাজ করা ব্যক্তিদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি তাদের বিস্তৃত, নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন মেটাবে। গাড়ি, ইলেকট্রনিকস বা আসবাবপত্রের মতো বড় কেনাকাটা নিয়ে গবেষণার ক্ষেত্রেও এটি কার্যকর হবে বলে দাবি ওপেনএআইর।
মূলত চ্যাটজিপিটি ডিপ রিসার্চ এমন ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা শুধু দ্রুত উত্তর বা সংক্ষিপ্ত সারাংশ চান না। বরং বিভিন্ন ওয়েবসাইট ও অন্যান্য উৎস থেকে বিশদ তথ্য বিশ্লেষণ করতে চান।
ওপেনএআই জানিয়েছে, গত রোববার থেকে চ্যাটজিপিটি প্রো ব্যবহারকারীদের জন্য ডিপ রিসার্চ ফিচারটি চালু করা হয়েছে। এতে প্রতি মাসে সর্বোচ্চ ১০০টি সার্চ করা যাবে। পর্যায়ক্রমে প্লাস, টিম ও ইন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হবে। আগামী এক মাসের মধ্যে প্লাস গ্রাহকদের জন্য এটি উন্মুক্ত করা হতে পারে। এছাড়া ভবিষ্যতে প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য সার্চের সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলে ডিপ রির্সাচ চালু করা হচ্ছে। তবে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও ইউরোপ অঞ্চলের গ্রাহকদের জন্য কবে নাগাদ এটি চালু হবে, তা নিয়ে ওপেনএআই কোনো নির্দিষ্ট সময় জানায়নি।
চ্যাটজিপিটি ডিপ রিসার্চ ব্যবহার করতে ডিপ রিসার্চ অপশনটি বেছে নিয়ে ‘প্রম্পট’ লিখতে হবে। এতে ফাইল বা স্প্রেডশিট যুক্ত করার সুবিধাও আছে। বর্তমানে শুধু ওয়েব সংস্করণে এটি ব্যবহার করা যাবে। তবে চলতি মাসের শেষের দিকে মোবাইল ও ডেস্কটপ অ্যাপে পাওয়া যাবে।
ডিপ রিসার্চ ফিচারটি একটি অনুসন্ধানের উত্তর দিতে ৫-৩০ মিনিট পর্যন্ত সময় নিতে পারে। অনুসন্ধান শেষ হলে ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠানো হবে।
বর্তমানে চ্যাটজিপিটি ডিপ রিসার্চ শুধু টেক্সট-ভিত্তিক ফলাফল প্রদান করে। তবে ওপেনএআই জানিয়েছে, ভবিষ্যতে ইমেজ, ডাটা, ভিজুয়ালাইজেশন ও অন্যান্য বিশ্লেষণমূলক উপায়ে উত্তর দেয়ার সুবিধা যোগ করা হবে।
এছাড়া ওপেনএআই ভবিষ্যতে বিশেষ বৈশিষ্ট্যযুক্ত ডাটাবেজ ও সাবস্ক্রিপশনভিত্তিক তথ্যসূত্র সংযুক্ত করার পরিকল্পনা করছে, যাতে ব্যবহারকারীরা আরো নির্দিষ্ট ও গভীর গবেষণা করতে পারেন।
বিশ্লেষকরা জানিয়েছেন, এআই প্রযুক্তি এখনো ত্রুটিমুক্ত নয়। এটি ভুল তথ্য তৈরি করতে পারে বা বিশ্লেষণ দিতে পারে, যা গবেষণার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। এজন্য ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ডিপ রিসার্চের প্রতিটি ফলাফল সম্পূর্ণ সংরক্ষণ করা থাকবে। এতে নিভুল তথ্যসূত্র থাকবে, যাতে ব্যবহারকারীরা সহজেই তথ্য যাচাই করতে পারেন।
বিটি/ আরকে