1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

পাল্টাপাল্টি হামলায় দুদেশে নিহত ৩৬, ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮৪ বার দেখা হয়েছে

ভারত পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। ভারতীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি স্থানে একযোগে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া একটি পোস্টে জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চল থেকে গোলাবর্ষণ করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে।

এছাড়া, পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারতের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী।

এসব হামলায় এখন পর্যন্ত দুই দেশে ৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে পাকিস্তানে ২৬ জন ও ভারতে ১০ জন নিহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা পাকিস্তানের নয়টি স্থানে আঘাত করেছে, পাকিস্তান জানিয়েছে, ২৬ জন বেসামরিক নাগরিক নিহত, ৪৬ জন আহত। পাকিস্তান জানিয়েছে, পাঁচটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে, ভারত জানিয়েছে, পাকিস্তান ১০ জন বেসামরিক নাগরিক নিহত, ৪৮ জন আহত। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, অন্যান্য বিমান সংস্থাগুলো ফ্লাইট স্থগিত করেছে। ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্সও।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্ত স্থান: ছবি-রয়টার্স

পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্রের বরাতে রয়টার্স জানায়, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।

প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। সেই ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়, যার পরিপ্রেক্ষিতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়।

পাকিস্তান আর্মির ভূপাতিত করা ভারতীয় যুদ্ধবিমান: ছবি-রয়টার্স

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

বাজেটের সবখবর

কারেন্সি কনভার্টার

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT