স্বাস্থ্যকর পানীয়ের প্রতি ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা বিবেচনা করে সোডা ব্র্যান্ড পপ্পি কিনে নিচ্ছে বহুজাতিক কোম্পানি পেপসিকো। এ অধিগ্রহণের চুক্তিমূল্য হতে যাচ্ছে ১৬৫ কোটি ডলার।
সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রিবায়োটিক সোডা ব্র্যান্ড পপ্পির দাবি, তাদের তৈরি কম চিনি ও ক্যালরির পানীয় অন্ত্র ভালো রাখতে সাহায্য করে।
এর আগে জানুয়ারিতে ১২০ কোটি ডলারে সিয়েট ফুডস কিনে নেয় পেপসিকো। সিয়েটের জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে টরটিলা চিপস, টাকো শেল, সস ও নানা ধরনের স্বাস্থ্যবান্ধব স্ন্যাকস।