1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .

১০ হাজার টাকার মধ্যে ভালো যেসব মোবাইল ফোন

বিজনেস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

বিভিন্ন উৎসব আয়োজনের কেনাকাটায় অনেকের পছন্দের তালিকায় থাকে প্রযুক্তিপণ্য মোবাইল হ্যান্ডসেট। টাকার অভাব বা বাজেট ঘাটতি না থাকলে বাজারের দামী ফোনটি কিনতে অনেকে দ্বিধা করেন না, তবে টাকার টানাটানি থাকলে বহুকিছু চিন্তা করতে হয় অনেককে। তাদের কথা মাথায় রেখে ১০ হাজার টাকার মধ্যে বাজারের প্রচলিত ফোনগুলোর তালিকা দেয়া হলো।

শাওমি রেডমি ৯এ
৬ দশমিক ৫৩ ইঞ্চি স্ক্রিনের শাওমি রেডমি ৯এ মডেলের স্মার্টফোনটির রেজ্যুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটির সামনে–পেছনে রয়েছে ৫ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ স্মার্টফোনটিতে আরও রয়েছে অক্টাকোরের গেমিং প্রসেসর, ২ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা। দাম ৮ হাজার ৭৯৯ টাকা।

ওয়ালটন প্রিমো এনএফ ফাইভ
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা ৬ দশমিক ৮২ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটির রেজ্যুলেশন ১৬৪০ বাই ৭২০ পিক্সেল। ১ দশমিক ৮ গিগাহার্টজ গতির কোয়াড-কোর প্রসেসরে চলা স্মার্টফোনটিতে রয়েছে পাওয়ার ভিআর জিই ৮৩০০ গ্রাফিকস, ৩ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট ধারণক্ষমতা, যা ২৫৬ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। সামনে ৮ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরাসুবিধার স্মার্টফোনটিতে একসঙ্গে দুটি ফোর–জি সিম ব্যবহার করা যায়। চেহারা ও আঙুলের ছাপ শনাক্তকরণ প্রযুক্তিনির্ভর স্মার্টফোনটিতে আরও রয়েছে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ৪টি রঙে বাজারে আসা স্মার্টফোনটির দাম ৯ হাজার ১৯৯ টাকা।

ভিভো ওয়াই১ এস
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা ভিভো ওয়াই১ এস মডেলের স্মার্টফোনটির স্ক্রিনের আকার ৬ দশমিক ২২ ইঞ্চি। ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসুবিধার স্মার্টফোনটির সামনে–পেছনে রয়েছে ৫ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। অক্টাকোর প্রসেসরে চলা ২ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতার স্মার্টফোনটি ২টি রঙে পাওয়া যায়। দাম ৯ হাজার ৯৯০ টাকা।

সিম্ফনি জেড ২২
৬ দশমিক ৫২ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটির পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ১৩, ২ ও ০ দশমিক ০৮ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটিতে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাসহ আরও রয়েছে ১ দশমিক ৮ গিগাহার্টজ গতির প্রসেসর, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ২ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা। দাম ৮ হাজার ১৯০ টাকা।

সিম্ফনি জেড ৩৩
অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা সিম্ফনি জেড ৩৩ মডেলের স্মার্টফোনটির স্ক্রিনের আকার ৬ দশমিক ৫২ ইঞ্চি। ১ দশমিক ৮ গিগাহার্টজ গতির প্রসেসরে চলা স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৩ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা। কিনতে গুনতে হবে ৮ হাজার ৯৯০ টাকা।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT