সরকারি চাকরি আইন, ২০১৮ এর ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেল এর আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগীদের বিশেষ সুবিধা ঘোষণা করেছে সরকার। আগামী ১ জুলাই হতে এ বিশেষ সুবিধা কার্যকর হবে।
অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার স্বাক্ষরিত ৩ জুনের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপন অনুসারে, বেতনগ্রেড ভেদে গ্রেড ১ থেকে গ্রেড ৯ পর্যন্ত ১০% এবং গ্রেড ১০ হতে গ্রেড ২০ পর্যন্ত ১৫% হারে ‘বিশেষ সুবিধা’ প্রদান করা হবে। এ ‘বিশেষ সুবিধা’ চাকরিরতদের ক্ষেত্রে নূন্যতম ১০০০ (এক হাজার) টাকা এবং পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে প্রদেয় হবে।
তবে যে সকল অবসর গ্রহণকারী তাদের গ্রস পেনশনের ১০০% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুন:স্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এ ‘বিশেষ সুবিধা’ প্রযোজ্য হবে না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। বিনা বেতনে ছুটিতে (Leave without pay) থাকাকালীন কর্মচারীগণও এ সুবিধা পাবেন না।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জাতীয় বেতনস্কেলে নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারি চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে অব্যবহিত পূর্বে সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা পাবে। এছাড়া সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার পূর্বের মূল বেতনের ৫০% (অর্ধেক) এর উপর হিসেব করে সেই হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন।
Tags: প্রজ্ঞাপন, বিশেষ সুবিধা, সরকারি চাকরিজীবী