ইন্টারনেটের দাম আগামী দুই-তিন মাসের মধ্যে কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শনিবার (১৭ মে) সকালে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে রাজধানীর বিটিআরসি ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
উপদেষ্টা আসিফ বলেন, ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশে। এটি এই সরকারের লক্ষ্য অর্জন।
উপদেষ্টা আরও বলেন, কৃষি ও স্বাস্থ্য খাতে ইন্টারনেট ব্যবহার বাড়াতে হবে। তরুণদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা তৈরি ও তথ্য-প্রযুক্তির নিরাপদ ব্যবহার বৃদ্ধি করতে হবে। নারীদের সাইবার সুরক্ষাও নিশ্চিত করতে হবে।
তথ্য প্রযুক্তি খাতে সুযোগের অভাবে অনেক দেশি উদ্ভাবক হারিয়ে যাচ্ছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ইন্টারনেট সেবা নিশ্চিতে এরই মধ্যে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্যোগের সময় টেলিযোগাযোগ সেবা যেন নির্বিঘ্ন থাকে সে বিষয়ে জোর দেওয়া হয়েছে।