পাঠকদের নজর কাড়ছে সাংবাদিক ও লেখক আবু সুফিয়ানের অনুসন্ধানী গ্রন্থ ‘ডার্ক ডকট্রিন’। প্রকাশের পর থেকে পাঠক ও সমালোচকদের মধ্যে আলোচনায় থাকা বইটি বিক্রি হচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলায়।
বইটি সিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এবং বায়তুল মোকাররম পূর্ব গেইটে চলমান আন্তর্জাতিক ইসলামি বইমেলার ১০৩-১০৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। পাঠকরা প্রতিদিন ভিড় করছেন বইটির স্টলে, অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করছেন।
‘ডার্ক ডকট্রিন’ গ্রন্থে আবু সুফিয়ান তুলে ধরেছেন আওয়ামী শাসনামলে কথিত জঙ্গিবিরোধী অভিযানের নেপথ্যের অজানা তথ্য, রাষ্ট্রীয় মদদে পরিচালিত বিভিন্ন জঙ্গি নাটক এবং নির্যাতনের ভয়াবহ ও নৃশংস চিত্র। সমাজ ও রাজনীতির অন্ধকার অধ্যায় উন্মোচনে এটি এক ব্যতিক্রমধর্মী অনুসন্ধানী দলিল হিসেবে পাঠকপ্রিয়তা পেয়েছে।
এছাড়া বইটি দেশের বৃহত্তর বই বিক্রি সাইট রকমারিতেও পাওয়া যাচ্ছে।
Tags: আবু সুফিয়ান, ডার্ক ডকট্রিন